রংপুর প্রতিনিধি(গংগাচড়া): রংপুরের গঙ্গাচড়ায় অটোরিকশা চাপায় নদী মনি (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নদী মনি গঙ্গাচড়া সদরের ধামুর আদর্শ পাড়া গ্রামের আনিছুর রহমানের মেয়ে ।

সোমবার (১৩ জুন) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে গঙ্গাচড়া বড়াইবাড়ি সড়কে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নদী মনি তার বাড়ি সংলগ্ন সড়ক পাড় হওয়ার সময় বড়াইবাড়ি বাজারের দিক থেকে আসা একটি অটোরিকশা তাকে চাপা দেয়।

এসময় পরিবারের লোকজন নদী মনিকে উদ্ধার করে চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথেই সে মারা যায়।

গঙ্গাচড়া মডেল থানার ওসি (তদন্ত) আরিফ আলী বলেন, ইউডি মামলা হয়েছে, পরিবারের কোন অভিযোগ না থাকায় প্রাথমিক সুরতহাল শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।