বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সদর ইউনিয়নের ডোবরা গ্রামে পেয়াজ ভর্তি অটোভ্যানের চাপায় ৫ বছরের শিশু জারিপ নিহতের ঘটনা ঘটেছে। জারিপ ডোবরা গ্রামের গোলাম মোস্তফার ছেলে।
এলাকা সূত্রে জানা যায়,৷ শনিবার (২৯ জুলাই) দুপুর ১২ টার দিকে শিশু জারিপসহ কয়েকজন বাড়ির সামনে রাস্তায় খেলাধুলা করছিল। খেলাধুলা করার সময় পেঁয়াজ ভর্তি ভ্যান তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। আহত অবস্থায় ওই শিশুকে তার বাড়ির লোকজন উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
শিশুটির চাচা গোলাম মুসা জানায়, শিশুরা খেলাধুলা করার সময় অটোভ্যান চাপা দেয়। চাপা দিয়ে ভ্যান চালক ভ্যান নিয়ে পালিয়ে যায়। এ সময় জারিপ নামের শিশুটির পেটের উপর দিয়ে ভ্যানের চাকা উঠে যায়।
হাসপাতালের জরুরী বিভাগে কর্মরত ডা. সাবরিনা হক টুম্পা বলেন, শিশুটি হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।
থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, ভ্যান চাপায় শিশু মারা যাওয়ার কোন ঘটনা কেউ জানাইনি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।