মোটরসাইকেল দুর্ঘটনায় রাজশাহীর মোহনপুরে রাহাত (২১) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছে।গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কাছে মহাসড়কে এই দুর্ঘটনা ঘটলে তার মৃত্যু ঘটে। রাহাত কেশরহাট পৌর দরগাপাড়া এলাকার সাবেক পৌর কাউন্সিলর রহিম উদ্দিনের ছেলে। সে কেশরহাট ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সুত্রে জানা গেছে,নিহত রাহাত উপজেলার সইপাড়া হতে তার বাড়ি কেশরহাটের দিকে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিল।এসময় সে একটি গাড়িকে ওভারটেক করার সময় পেছন দিক থেকে একটি পিকআপ তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু ঘটে।
পরে মোহনপুর থানা পুলিশের জরুরি অফিসার এসআই পারভেজ রানা পলাশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। মোহনপুর থানা কর্মকর্তা ওসি মোহা.তৌহিদুল ইসলাম বলেন,নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশটি তার পরিবারের কাছে হস্তান্তর করেন পুলিশ।
এদিকে নিহত রাহাতের পরিবারে চলছে শোকের মাতম।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।