চট্টগ্রাম নগরী থেকে সীতাকুণ্ড শীতলপুর বাড়ী ফেরার পথে বাংলাবাজার এলাকায় দূর্ঘটনায় পতিত হলে ঘটনাস্হলেই প্রাণ হারান মোঃ সালাউদ্দিন (২৮) নামে এক বাইক চালক। তারঁ বাড়ী সীতাকুন্ডের সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুর গ্রামে।
প্রত্যক্ষ দর্শীদের কাজ থেকে জানাযায় ৩০ শে জুন বৃহস্পতিবার সালাউদ্দিন মোটর সাইকেল চালিয়ে ভাটিয়ারী মুখি উত্তর দিকে যাচ্ছিলেন,তখন রাত পোনে ১১ টায়।ফৌজদারহাট বাংলাবাজার অতিক্রম কালে দ্রুতগামী একটি কাভার্ডভ্যান তাকে পিছন থেকে চাপা দিনে ঘটনাস্হলেই তার মৃর্ত্যু হয়।
ট্রাকটি দ্রুত পালিয়ে গেছে বলে জানায়।নিহত মোঃ সালাউদ্দিন শীতলপুরের মদনহাট বাজারের হাজ্বী এনামুল হকের ছেলে। সালাউদ্দিন নগরীতে বানিজ্য মেলা থেকে বাড়ী ফিরছিলেন।এসময় তার এক প্রবাসী বন্ধু সাথে ছিল,সেও গুরুত্বর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।