মো. সাগর হোসেন, বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় আফিল জুট মিলে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২৬ নভেম্বর) দুপুরে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডের ঘটনায় মুহুর্তেই আগুনের লেলিহান শিকায় জুট মিলের বেশ কিছু মেশিন এবং সোনালি আশ পুড়ে ছাই হয়ে যায়। এতে মিলের আনুমানিক ৫ থেকে ১০লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারনা করা হচ্ছে। পরে বেনাপোল ফায়ার সার্ভিসের তিনটি টিম প্রায় দুই ঘন্টা প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনে।
বেনাপোল ফায়ার সার্ভিসের ইনচার্জ রতন কুমার দেবনাথ জানান, কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে সেটা নিশ্চিত করা যায়নি। তবে ধারনা করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত ঘটতে পারে।
তদন্ত সাপেক্ষে বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো সঠিক ভাবে বলা যাচ্ছে না। শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।