কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আব্দুর রহমান বলেন, জাহাজটিতে থাকা নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে কাজ শুরু করেছে নৌবাহিনীর একটি জাহাজ। কোস্ট গার্ডের একটি জাহাজও ঘটনাস্থলের কাছাকাছি পৌঁছেছে। অতিরিক্ত রুলিংয়ের কারণে উদ্ধারকাজে বিঘ্ন ঘটছে।’
বঙ্গোপসাগরের নোয়াখালীর ভাসানচর উপকূলে একটি লাইটারেজ জাহাজ ডুবে ১২ জন নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে নৌবাহিনী।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আব্দুর রহমান শনিবার দুপুর পৌনে ১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘নোয়াখালীর ভাসানচর থেকে ১২ নটিকেল মাইল দূরে গাংনিরচর নামক স্থানে সজল তন্ময়-২ জাহাজটি ডুবেছে। ঠিক কখন ডুবেছে, তাৎক্ষণিক তা জানা যায়নি। সকাল সাড়ে ৯টার দিকে খবর পাওয়া গেছে।
‘জাহাজে থাকা নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে নৌবাহিনীর একটি জাহাজ কাজ শুরু করেছে। কোস্ট গার্ডের একটি জাহাজও ঘটনাস্থলের কাছাকাছি পৌঁছেছে। অতিরিক্ত রুলিংয়ের কারণে উদ্ধারকাজে বিঘ্ন ঘটছে।’
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।