বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের নবাবগঞ্জে মোটরসাইকেল ও বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাইসাইকেল চালক আব্দুল জলিল (৬০) নামের একজন বৃদ্ধ নিহত হয়েছেন।
বুধবার (১১জানুয়ারি) বিকেল সাড়ে ৫ টার দিকে নবাবগঞ্জ উপজেলার বিরামপুর নবাবগঞ্জ সড়কের গরীবপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল জলিল বিরামপুর উপজেলার পলিপ্রয়াগপুর ইউনিয়নের উত্তরভগবতীপুর গ্রামের মৃত: আব্দুল সোবহানের ছেলে।
স্থানীয়রা জানান, বুধবার বিকেলে একটি বাইসাইকেল নিয়ে নবাবগঞ্জ থেকে বিরামপুরে আসচ্ছিল। পথে বিরামপুরে থেকে ছেড়ে যাওয়া একটি দ্রুত গতির মোটরসাইকেল বিরামপুর-নবাবগঞ্জ সড়কের গরীবপাড়া এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাইসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই বাইসাইকেল চালক নিহত হয় এবং মোটরসাইকেল চালক গুরুত্বর আহত হয়।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে দুর্ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। নিহতের পরিবারের লোকজনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা আসলে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।