![দক্ষিণ আমেরিকার দেশ চিলিতে ভয়াবহ দাবানল, মৃত্যু ২৩](https://dailykolomkotha.com/wp-content/uploads/2023/02/dkk1823.jpg)
দক্ষিণ আমেরিকার দেশ চিলিতে ভয়াবহ দাবানল, মৃত্যু ২৩
দক্ষিণ আমেরিকার দেশ চিলিতে ভয়াবহ দাবানল, মৃত্যু ২৩
দক্ষিণ আমেরিকার দেশ চিলিতে ভয়াবহ দাবানলে ইতোমধ্যে কমপক্ষে ২৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে প্রায় হাজার খানেক মানুষ। এ ছাড়া সহস্রাধিক মানুষ আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছেন। পরিস্থিতির অবনতি হওয়ায় আরও একটি এলাকায় জরুরি অবস্থা ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, কয়েক ডজন দাবানলের ঘটনা ঘটেছে দেশটিতে। অগ্নিনির্বাপক কর্মীরা আগুন নেভাতে প্রাণপন চেষ্টা করছেন। নতুন করে আরেকটি এলাকায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
খবরে বলা হয়েছে, সর্বশেষ চিলির দক্ষিণাঞ্চলীয় এলাকা আরাউকানিয়ায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। এর আগে বিয়োবিয়ো এবং নুবলে অঞ্চলে জরুরি পরিস্থিতি ঘোষণা করে কর্তৃপক্ষ।
সংবাদমাধ্যমটি বলছে, পরিস্থিতি এতটাই খারাপ যে, দেশটির সরকার চাইলে পরিস্থিতি নিয়ন্ত্রণের লক্ষ্যে সেনা মোতায়েন করতে পারবে।
চিলির স্বরাষ্ট্রমন্ত্রী ক্যারোলিনা তোহা রাজধানী সান্তিয়াগোতে সাংবাদিকদের বলেছেন, আবহাওয়া পরিস্থিতি খারাপ হওয়ায় আগুন নেভানো যাচ্ছে না। বরং বাতাসের কারণে তা ছড়িয়ে পড়ছে। ফলে জরুরি অবস্থাও বর্ধিত হচ্ছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।