![পীরগাছায় গরম দুধে পড়ে প্রাণ গেল শিশুর](https://dailykolomkotha.com/wp-content/uploads/2022/04/image-540342-1649652714.jpeg)
রংপুরের পীরগাছায় চুলার ওপর গরম দুধে পড়ে শাফিউল ইসলাম শাফি নামে সাড়ে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার বিকালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।
নিহত শাফি উপজেলার পারুল ইউনিয়নের দেউতি-গুঞ্জুর খাঁ গ্রামের সাহাবুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানান, দেউতি ভাই ভাই হোটেল অ্যান্ড মিষ্টি মুখের স্বত্বাধিকারী সাহাবুল ইসলাম। গত শনিবার বিকাল ৫টার দিকে যখন মিষ্টি বানানোর জন্য দুধ গরম করতে ব্যস্ত ছিলেন তখন পাশে থাকা শিশুটি হঠাৎ গরম দুধের পাতিলে হোঁচট খেয়ে পড়ে যায়।
তাৎক্ষণিকভাবে শিশুটির মা সেই গরম দুধ থেকে শিশুটিকে টেনে তুলে ধরেন। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি ঘটলে রোববার সকাল ১০টার দিকে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে বার্ন ইউনিটে নেওয়ার পর চিকিৎসাধীন বিকাল ৪টার দিকে শিশুটি মারা যায়।
এ ঘটনায় রংপুর মেট্রোপলিটন পুলিশ এবং পীরগাছা থানা পুলিশ পর্যবেক্ষণ করে রোববার রাত ১২টার দিকে তার দাফন সম্পন্ন হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।