তৈয়বুর রহমান কিশোর,বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সহস্রাইল বাজারে  শুক্রবার (৬ আগস্ট) রাত  পৌনে ২টার দিকে বারী- জামাল সুপার মার্কেটে  বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুন লেগে দুটি দোকান ভস্মীভূত হয়েছে। খবর পেয়ে বোয়ালমারী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রনে আনে। মার্কেটের শাপাশি দুটি দোকান ইরমা ফার্মেসী ও জুতার হাট সু-স্টোরে আগুন পুড়ে গেছে।
প্রতক্ষদর্শী সাহিদুল বলেন, ইরমা ফার্মেসী থেকে কালো ধোয়া দেখতে পেয়ে  বোয়ালমারী ফায়ার সার্ভিসকে ফোন দেওয়া হয়। বোয়ালমারী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
ইরমা ফার্মেসীর মালিক ফারুক হোসেন বলেন দোকান বন্ধ করে রাত ১১ টায় বাড়ীতে চলে যায়। পরবর্তীতে রাত ১টা ৪২ মিনিটে ফোনে জানতে পাই দোকানে আগুন লেগেছে।
আমার ফার্মেসীতে দুই লক্ষ টাকার ঔষধ ছিল সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে।
জুতার হাট সু-স্টোরের মালিক কামরুল ইসলাম বলেন, আমার জুতা-স্যান্ডেলের দোকানে প্রায় ৩ লক্ষ টাকার মালামাল ছিল সম্পূর্ন পুড়ে গেছে, তবে আলৌকিক ভাবে ক্যাশে ১৫ হাজার টাকা অক্ষত অবস্থায় পাওয়া গেছে।
বাকীতে দোকানে মাল আনা হয়েছিল আমি পথে বসে গেলাম।
বোয়ালমারী ফায়ার সার্ভিসের লিডার মিজানুর রহমান বলেন,  আগুন লাগার কথা শুনে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত সহস্রাইল বাজারে ছুটে এসে আগুন নিয়ন্ত্রনে আনে। ক্ষয়ক্ষতি প্রায় ৫ লক্ষ টাকার মত হবে।