রাজধানীর গুলশান নিকেতন-১ এলাকার একটি বাসায় এসি বিস্ফোরণে দগ্ধ হয়ে মো. মাসরুর আহমেদ (২৩) নামের এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
রোববার (১৯ জুন) সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। দগ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৯টার দিকে মৃত্যু হয়।
নিহতের খালু আতিকুর রহমান জানান, তার ভাগিনা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এর শিক্ষার্থী ছিলেন। সকাল সাড়ে ছয়টার দিকে গুলশানের নিকেতন-১ রোড -৩ বাসা- ১২৯ নম্বর বাসায় এসি বিস্ফোরণে দগ্ধ হয়। পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে তাকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্নে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু।
জানা গেছে, মাসরুরের গ্রামের বাড়ি বগুড়ায়। তাঁর বাবার নাম আব্দুল্লাহ আল নাকি।
নিকেতনের ৩ নম্বর সড়কের ১২৯ নম্বর বাসায় বোনের বাড়িতে থাকতেন তিনি। এখানে থেকেই পড়াশোনা করতেন।মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে বলেও জানান বাচ্চু মিয়া।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।