কিশোরগঞ্জের করিমগঞ্জে ট্রাক্টর চাপায় ঊর্মি আক্তার (১৫) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে কিশোরগঞ্জ-চামড়াঘাট সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ঊর্মি আক্তার উপজেলার সুতারপাড়া গ্রামের রতন মিয়ার মেয়ে এবং নিয়ামতপুর স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্রী ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, করোনার টিকা নিয়ে সহপাঠীদের সঙ্গে অটোরিকশায় বাড়ি ফিরছিলেন ঊর্মি। এসময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই ঊর্মি মারা যান।
করিমগঞ্জ থানার ওসি (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, ট্রাক্টরটি পুলিশের হেফাজতে নেয়া হয়েছে। তবে এর চালক পালিয়ে গেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।