![](https://dailykolomkotha.com/wp-content/uploads/2022/03/69a7fe34-33c7-4bad-bc7f-2b7122588d69_nn.jpg)
কার্গো বলায় যাত্রীদের ধমক দিয়ে চুপ থাকতে বলেন লঞ্চ চালক
কার্গো বলায় যাত্রীদের ধমক দিয়ে চুপ থাকতে বলেন লঞ্চ চালক
নারায়ণগঞ্জ সদর উপজেলার আলামিন নগর এলাকায় পণ্যবাহী জাহাজের ধাক্কায় যাত্রীবাহী লঞ্চডুবির ঘটনায় শিশুসহ ৬ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস কর্মীরা। গতকাল (২০ মার্চ) ডুবে যাওয়া আফসার উদ্দিন লঞ্চের যাত্রী শেখ জাকির হোসেন নদীতে ঝাঁপ দিয়ে প্রাণে বেঁচে যান তিনি।
প্রাণে বেঁচে ফিরে শেখ জাকির হোসেন বলেন, ‘এম ভি রুপসী-৯ নামের কার্গো জাহাজটি ঠিক ২ থেকে ৩ হাত দূরে ছিল। এ সময় আমরা কয়েকজন যাত্রী মিলে লঞ্চচালকের কাছে যাই। তাকে বলি কার্গো জাহাজটি লঞ্চের কাছাকাছি এসে পড়েছে। কিন্তু সে ধমক দিয়ে বলে কিছুই হবে না এবং সবাইকে চুপ করতে বলেন।
তারপর আমরা লঞ্চ থেকে ঝাঁপ দিই। আর ২ থেকে ৩ মিনিট লঞ্চে অবস্থান করলে আমরা লঞ্চের সঙ্গে পানিতে তলিয়ে যেতাম। ৩০ থেকে ৪০ সেকেন্ড ধরে কার্গোটি লঞ্চটিকে ঠেলে নিয়ে যায়’। বিআইডব্লিউটিএর জনসংযোগ কর্মকর্তা মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, আজ সোমবার (২১ মার্চ) সকালে লঞ্চটি উদ্ধারের পর লঞ্চের ভেতরে কোনো মরদেহ পাওয়া যায়নি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।