![](https://dailykolomkotha.com/wp-content/uploads/2022/02/image-520136-1644822345.jpg)
ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত
গাজীপুর সদর উপজেলায় মায়ের সঙ্গে বাবার কাছে যাওয়ার সময় কাভার্ডভ্যানচাপায় এক শিশু নিহত হয়েছে। নিহত শিশুর নাম হাবিব (৩)।
সোমবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হোতাপাড়া এলাকায় সিএনজি ও ফিলিং স্টেশনের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু হাবিব পাবনা জেলার সুজানগর উপজেলার চরভবানীপুর গ্রামের আলাউদ্দিন মিয়ার ছেলে।
পরিবার সূত্রে জানা গেছে, হাবিবের বাবা আলাউদ্দিন মিয়া সিএনজি ও ফিলিং স্টেশনের পাশেই একটি দোকানের মালিক। সকালে মায়ের সঙ্গে বাবার দোকানে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, শিশুটি রাস্তার পাশ দিয়ে চলাচলের সময় একটি কাভার্ডভ্যান পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় পড়ে গিয়ে পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়। পরে উপস্থিত স্থানীয় জনতা গাড়ি ও চালককে আটক করে।
নওজোর হাইওয়ে থানার ওসি মাহমুদ আদনান জানান, কাভার্ডভ্যানচাপায় এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো- ট-১৮-৪২৫৩) ও চালককে আটক করা হয়েছে; মামলাও প্রক্রিয়াধীন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।