![](https://dailykolomkotha.com/wp-content/uploads/2022/11/109b73e3-e99f-423c-9479-08cddb439990_nn.jpg)
গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকায় মোশারফ কম্পোজিট মিলস লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শুক্রবার (২৫ নভেম্বর) সকাল পৌনে ৯টায় সদর উপজেলার ভবানীপুরে আগুন লাগে বলে জানান গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. আব্দুল্লাহ আল আরেফিন।
ফায়াপর সার্ভিসের ওই কর্মকর্তা জানান, শুক্রবার সকাল ৯টা ১০ মিনিটে আগুন লাগার খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।
পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণও বিস্তারিত জানা যায়নি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।