ভোলার চরফ্যাশনের উপকূলের সাগর মোহনায় টলিং জাহাজের ধাক্কায় মাছ ধরা ট্রলারডুবির ঘটনায় ২১ জেলে নিখোঁজ রয়েছেন।

গতকাল রোববার রাতে ঢালচরের দক্ষিনে উত্তাল মেঘনায় ২১ জন জেলে নিয়ে আবদুল্লাহপুর ইউনিয়নের কামাল খন্দকারের মালিকানাধীন মা শামসুন্নাহার নামের মাছ ধরার ট্রলারটি ডুবে যায়। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার এই তথ্য জানিয়েছেন।