আকাশ রহমান, স্টাফ রিপোর্টারঃ ঠাকুরগাঁওয়ে ট্রাক ও মটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে মটর সাইকেল আরোহী দুইজন নিহত ও একজন গুরুতর আহত হবার খবর পাওয়া গেছে। স্থানীয়সূত্রে জানাযায়,শনিবার রাত আনুমানিক পৌনে আটটার দিকে ঠাকুরগাঁও পঞ্চগড় রোডের মুন্সিরহাট খোশবাজারে একটি মটর সাইকেল যোগে পঞ্চগড় থেকে তিনজন ঠাকুরগাঁওয়ের দিকে আসছিল।
এসময় বিপরীত দিক থেকে একটি ট্রাক পঞ্চগড় যাওয়ার পথে মুখোমুখি সংঘর্ষ হয়। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা মটর সাইকেলের তিন আরোহীকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসে।এসময় কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। অপরজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে দিনাজপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার্ড করেন। মৃত ব্যক্তিরা হলেন পঞ্চগড় চাকলাহাট নেহালপাড়ার দাল উদ্দিনের ছেলে সাজ্জাদ(২৭), অপরজন পঞ্চগড় চাকলাহাট সর্দার পাড়ার হামিদুলের ছেলে শাকিল(২২)।
আহত ব্যক্তি হলেন পঞ্চগড় উত্তর ভাটিয়া পাড়ার জাবেদ আলীর ছেলে সাইফুল(২৬)। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) তানভিরুল ইসলাম।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।