ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় সড়ক দূর্ঘটনায় একসঙ্গে বাবা-ছেলের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও একজন।
শনিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় পীরগঞ্জ উপজেলার ভোমরাদহ চিলাপাড়া এলাকায় এই দূর্ঘটনা ঘটে। নিহত বাবা-ছেলের বাড়ি উপজেলার চন্ডিপুর গ্রামে।
পীরগঞ্জ থানার ওসি তদন্ত বিদ্যুৎ কুমার চৌধুরী জানায়, সন্ধ্যায় উপজেলার চন্ডিপুর গ্রামের করিমুল ও তার ছেলে আরমান মোটর সাইকেলে নিয়ে ঠাকুরগাও থেকে পীরগঞ্জে আসছিল। পীরগঞ্জ-ঠাকুরগাও পাকা সড়কের চিলাপাড়া এলাকায় বিপরীত দিক থেকে একটি পিকআপ ভ্যান তাদের চাপা দেয়।
এতে পিতা ঘটনাস্থলেই মারা যায় এবং ছেলে পীরগঞ্জ হাসপাতালে নেয়ার পর মারা যায়। আহত হয় পয়গাম আলী নামে আরও একজন। পুলিশ পিকআপ ভ্যানটি আটক করেছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।