মোঃ তাহেরুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর ডিমলায় কেয়ার বাজার নামক স্থানে পহেলা ফেব্রুয়ারী (মঙ্গলবার) সকাল ৮ টায় ২০ মিনিটে ঢাকা থেকে ডিমলার উদ্দেশ্যে আসা নাবিল এসি কোচ -ঢাকা মেট্রো ব-157559 ও ডিমলা থানা হাট বিজিবি ক্যাম্পের পিকআপ গাড়িটি রংপুর ঠ-11-0015 সংঘর্ষ হয় ।
জানা যায়, পিকআপ গাড়িটি ৫১ ব্যাটেলিয়ান বিজিবি রংপুর দরবার হলের উদ্দেশ্যে রওনা হলে কেয়ার বাজার নামক স্থানে নাবিল এসি গাড়ির সাথে সংঘর্ষে এ দূর্ঘটনা ঘটে। এতে বিজিবি ক্যাম্পের পিকআপ গাড়ির ড্রাইভার সিপাহী মোহাম্মদ আরিফ আহত হন।
তাৎক্ষনিক ড্রাইভারকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়। ডিমলা থানার তদন্ত ওসি বিশ্বদেব জানান, দূর্ঘটনা কবলিত গাড়ি দুটি বর্তমানে থানা পুলিশ হেফাজতে আছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।