শিল্পশহর নওয়াপাড়ায় ট্রাকের ধাক্কায় তিন চাকার যান মাহেন্দ্রর চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন মাহেন্দ্রের আরো তিন যাত্রী। গতকাল শনিবার (৪ ডিসেম্বর) বিকালে পৌরসভার তালতলা এলাকায় আকিজ সিমেন্টের ঘাট ও গুদামের সামনে যশোর-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাহেন্দ্র চালক সুমন মোল্যা (২৫) খুলনা জেলার ফুলতলা উপজেলার জামিরা গ্রামের জাহাঙ্গীর মোল্যার ছেলে। আহতরা হলেন, অভয়নগর উপজেলার একতারপুর গ্রামের নিশাত বেগম (৩৭) ও ফুলতলা উপজেলার ফুলতলা বাজার এলাকার রফিকুল ইসলাম (৬০)। আহত অপর এক যাত্রীর নাম পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী ঘাট শ্রমিকরা জানান, যশোরগামী একটি মাহেন্দ্রকে খুলনাগামী ট্রাক (যশোর-ট-১১-৩১৭১) ধাক্কা মেরে পালিয়ে যায়।

এ সময় তারা পালিয়ে যাওয়া ট্রাকের একটি ছবি তুলতে ক্ষম হয়। পরে মাহেন্দ্রটি মহাসড়কের পাশে স্তুপ করা বালুতে গিয়ে আছড়ে পড়ে। খবর পেয়ে নওয়াপাড়া ফায়ার সার্ভিসের সদস্যরা দুমড়ে-মুচড়ে যাওয়া মাহেন্দ্রের ভেতর থেকে গুরুতর আহত চালক ও তিন যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা. ইফাত শারমিন দিপ্তী জানান, হাসপাতালে আনার পূর্বে সুমন মোল্যা নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গুরুতর আহত তিনজনকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

এ ব্যাপারে নওয়াপাড়া হাইওয়ে থানার ওসি সিদ্দিকুর রহমান জানান, দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছি। একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। ক্ষতিগ্রস্থ মাহেন্দ্র উদ্ধার করা হয়েছে। ট্রাক আটকে অভিযান চলছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।