পাবনার ঈশ্বরদী উপজেলার কালিকাপুর বাজারে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী মা-ছেলের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (০৬ জানুয়ারি) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পাবনা সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের ইসলামগাঁতি গ্রামের মৃত নাজিম উদ্দিনের স্ত্রী মমতাজ বেগম (৭০) ও তার ছেলে মাহাতাব উদ্দিন (৩৫)।
পাকশী হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল বাশার জানান, মোটরসাইকেলে মা ও ছেলে পাবনার দিকে যাচ্ছিল। কালিকাপুর বাজারে পৌঁছালে মোটরসাইকেল থেকে ছিটকে দুজন নিচে পড়ে যান। এসময় পেছনে থাকা একটি ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই মমতাজ বেগমের মৃত্যু হয়। আহতাবস্থায় ছেলে মাহতাবকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।