সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। নিহতের নাম অহিদ মিয়া (৫০)। গতকাল বুধবার (১৭ আগস্ট) সকাল পৌনে ৭টার (স্থানীয় সময়) দিকে সৌদি আরবের মক্কা শহরে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত অহিদের গ্রামের বাড়ি কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার বুরুদিয়া ইউনিয়নের বুরুদিয়া গ্রামে। পাকুন্দিয়া উপজেলার বুরুদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নাজমুল হুদা রুবেল গণমাধ্যমকে অহিদ মিয়ার নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, পরিবারের সুখের আশায় অনেক দিন ধরেই সৌদি আরবে রয়েছেন অহিদ মিয়া। তিনি মক্কা শহরে অবস্থিত সিজার নামে এক কোম্পানিতে কাজ করতেন।
প্রতিদিনের মতোই বুধবার (১৭ আগস্ট) সকালে সড়কে কাজ করতে ছিলেন অহিদ। সকাল পৌনে ৭টার (স্থানীয় সময়) দিকে কাজ করা অবস্থায় একটি গাড়ি তাকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এদিকে অহিদ মিয়ার অকাল মৃত্যুতে পরিবারের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
বাড়িতে চলছে শোকের মাতম। অহিদ মিয়ার মরদেহ দ্রুত দেশে আনার ব্যবস্থা করতে সরকারের কাছে দাবি জানিয়েছেন পরিবারের লোকজন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।