আজম খান,বাঘারপাড়া (যশোর): ঈদের আনন্দ কান্নায় সিক্ত হলো বাইক দুর্ঘটনায় নিহত বাঘারপাড়ার আল আমিনের স্বজনরা। ঈদের নামাজের পর ঘুরতে বেরিয়ে বাড়ি ফেরা হলো না আল-আমিনের (২০)।
ঘুরতে বেরিয়ে প্রতিমধ্যেই সড়ক দুর্ঘটনায় নিহত হয় আল-আমিন। সে যশোরের বাঘারপাড়া পৌর সভার ৪নং ওয়ার্ডের দোহাকুলা বিড্ডাংগার গ্রামের অ: প্রাপ্ত সেনা সদস্য ফরিদুল কবিরের ছেলে। নিহত আল-আমিন বাঘারপাড়া ডিগ্রী কলেজের ছাত্র ।
আল-আমিন ও তার ভাই ঈদের দিন সকালে যশোর যাওয়ার পথে উপজেলার ছাতিয়ানতলা বাজারে পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সাথে ধাক্কা লেগে দূর্ঘটনা স্থানেই মৃত্যু হয় বলে স্থানীয়রা জানান। নিহত আল-আমিন ভাইদের মধ্যে ছোট।
ঘটনাস্থল সূত্রে জানা যায়, আল-আমিনের পালসার মোটর সাইকেলটি বেপরোয়া গতিতে ছিলো। দূর্ঘটনায় তার মাথায় প্রচন্ড আঘাতে তার মুত্যু হয়েছে।
জানা যায়, যশোর ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সে মারা যায়। আল-আমিনের বড় ভাই ইমন হাসান গত তিন মাস আগে একই গাড়িতে এ্যাক্সিডেন্ট করে দীর্ঘদিন ধরে চিকিৎসা নিয়ে বর্তমানে কিছুটা সুস্থ্য।
আজ ঈদের দিন সকাল দশটায় এই দূর্ঘটনায় নিহতের বাড়িতে শোকের ছায়া নেমে আসে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।