এসএম তাজাম্মুল,মণিরামপুর প্রতিনিধিঃ যশোরের মনিরামপুরে পণ্যবাহী একটি ট্রাক রাস্তার পাশের চালের মিলের প্রধান ফটকে ধাক্কা দিয়ে দুমড়েমুচড়ে গেছে। এতে ঘটনাস্থলে নিহত হয়েছেন বিজয় হোসেন (২৩) নামের এক ব্যক্তি। চালক ঘুমিয়ে থাকায় এ সময় গাড়ি চালাচ্ছিলেন হেলপার বিজয়। আহত হয়েছেন ট্রাকের ভেতরে থাকা হৃদয় শেখ ও জাহিদুল ইসলাম। মনিরামপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আমজাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
জানা যায়,আজ বৃহস্পতিবার ভোরে যশোর-চুকনগর সড়কের মনিরামপুর পেয়ারাতলা মোড় এলাকায় দুর্ঘটনাটি ঘটে। ট্রাকটি মোড়ের ব্যাপারী রাইস মিলের গেট ভেঙে ভেতরে ঢুকে পড়েছিল। খবর পেয়ে মনিরামপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ট্রাক কেটে চালকের লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন।
নিহত বিজয় মেহেরপুর সদরের রাজাপুর গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে। চালক হৃদয় শেখ হেলপার বিজয়কে নিজের আসনে বসিয়ে ভেতরে ঘুমিয়ে ছিলেন। আর ঘুমের ঘোরে ট্রাক চালাতে গিয়ে হেলপার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিসসহ স্থানীয়রা।
স্থানীয় বাসিন্দা আবু সাইদ বলেন, বৃহস্পতিবার ভোর ৫টার দিকে যশোরের দিক থেকে প্লাস্টিকের পাইপবোঝাই একটি ট্রাক এসে ব্যাপারী রাইস মিলের গেটে ধাক্কা দিয়ে ভেতরে ঢুকে পড়ে। এ সময় গেটের পিলার ভেঙে ট্রাকের ওপর পড়ে। এতে ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং চালকের আসনে থাকা বিজয় মারা যান। ট্রাকের ভেতরে থাকা দুজন আহত হয়েছেন। পরে ফায়ার সার্ভিস এসে ট্রাক কেটে লাশ উদ্ধার করে।
মনিরামপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আমজাদ হোসেন বলেন, ‘আমরা জানতে পেরেছি ট্রাকের চালক ভেতরে ঘুমিয়ে ছিলেন। হেলপার ট্রাক চালাচ্ছিলেন। ফাঁকা সড়কে ঘুমের ঘোরে ট্রাক চালাতে গিয়ে হেলপার নিয়ন্ত্রণ হারিয়েছেন। চাতালের গেটে ধাক্কা দেওয়ায় ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে। এতে চাপা পড়ে চালকের আসনে থাকা হেলপার মারা গেছেন। পরে ট্রাক কেটে হেলপারের লাশ উদ্ধার করেছি। আমরা পৌঁছানোর আগে দুজনকে উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে পাঠিয়েছেন। তাঁদের মধ্যে মূল চালককে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠিয়েছি।’
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।