মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার নহাটা ইউনিয়নের চাকুলিয়া গ্রামে অটোর চাপায় ৯ বছরের এক শিশু নিহত হয়েছে। নিহত শিশুর নাম মোছাঃ আমেনা খাতুন (৯)। সে চাকুলিয়া উত্তর পাড়ার মোঃ বিল্লাল শেখ এর মেয়ে।
শনিবার (২৮ মে) সন্ধ্যার আগে বাড়ির পাশে ঝড়ে বড় একটা গাছ পড়ে যাওয়া দেখতে এলাকার লোকজন ভিড় করে।সেখানে ঐ শিশুও যায়।এরপর ফেরার পথে সন্ধ্যা ৭.০০ ঘটিকার দিকে চাকুলিয়া উত্তরপাড়া জামে মসজিদের সামনে নহাটা গামী অটো চালক দ্রুত গতিতে অটো চালালে নিয়ন্ত্রণ হারিয়ে নিহত শিশু আমেনাকে চাপা দেয়। এতে সে মারাত্মক আহত হয়। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে পাঠালে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সে স্থানীয় নহাটা নূরানী মাদ্রাসার ২য় শ্রেণির ছাত্রী।
এ বিষয়ে নিহতের চাচা ঐ ওয়ার্ডের মেম্বার জনাব মোঃ খালিদ হোসেন টোকন বলেন, আমি নহাটা বাজারে ছিলাম।দূর্ঘটনা শুনা মাত্রই দ্রুত ঘটনাস্থলে এসে আমার ভাতিজীকে উদ্ধার করে মাগুরা সদরে নিয়ে যায়, সেখানে ডাক্তার মৃত ঘোষণা করে। আমাদের পরিবারের সবাইকে সে হাসিখুশিতে রাখতো।তাঁর অকাল মৃত্যুতে আমাদের পরিবার সহ মহল্লা বাসী শোকাহত।
এবিষয়ে নহাটা ইউনিয়নের চেয়ারম্যান জনাব মোঃ তৈয়েবুর রহমান তুরাপ জানান, আমি দূর্ঘটনার কথা শুনেই ঘটনাস্থলে যায় এবং নিহতের শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানাই। তাছাড়া নিহতের পরিবারের সাথে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
ঘাতক অটো চালকের নাম মোঃ হেমায়েত মোল্লা। সে পার্শ্ববর্তি নড়াইল জেলার লোহাগড়া উপজেলার নলদী গ্রামের মোঃ আক্কাস মোল্লার ছেলে বলে জানা গেছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।