মোঃ ফারুক হোসেন, (খাগড়াছড়ি): খাগড়াছড়ির মাটিরাঙ্গায় শান্তি পরিবহন ও পাথর বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মো: ইউনুস মিয়া(৩৮) নামের ট্রাক চালক নিহত হয়েছে।
রবিবার (২৬ ফেব্রুয়ারী) বিকেলের দিকে মাটিরাঙ্গা উপজেলার সাপমারা নামক এলাকায় খাগড়াছড়ি থেকে চট্টগ্রামগামী শান্তি পরিবহন ও চট্টগ্রাম থেকে খাগড়াছড়িগামী পাথর বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই ঐ ব্যক্তী নিহত হয়।
ট্রাক চালকের সহযোগী মো: রাজন জানান, নিহত ট্রাক চালক মোঃ ইউনুস মিয়া, চট্টগ্রামের অলংকার এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করেন তিনি কুমিল্লা জেলার স্থায়ী বাসিন্দা।
মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো: জাকারিয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে এবং আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।