দিনাজপুরের খানসামায় মোবাইল ফোন চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মোছাঃ রেজিনা খাতুন নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
গতকাল ১৯ জুলাই (মঙ্গলবার) সন্ধ্যায় উপজেলার আলোকঝাড়ি ইউনিয়নের চৌরঙ্গী বাজারের সুবর্নখুলীর আজিমউদ্দিন শাহপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত রেজিনা বেগম ওই এলাকার মোঃ হাসান আলীর স্ত্রী।
স্থানীয় সূত্রে জানায়, মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক ৬টায় রেজিনা নিজ বাড়িতে বৈদ্যুতিক বোর্ডে মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার সঙ্গে সঙ্গে মাটিতে লুটে পরেন। পরিবারের সদস্যরা দেখতে পেয়ে অটো ভ্যানে করে নীলফামারী আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক বিভিন্ন টেস্ট করার পরে তাকে মৃত ঘোষণা করেন।পরবর্তীতে লাশ বাসায় নিয়ে আসা হয়। এবং রাতেই দাফন কার্য সম্পাদন করা হয়।
এ ব্যাপারে খানসামা থানার এস আই ইব্রাহিম বলেন, আমরা ঘটনাটি পর্যবেক্ষণ করি। করার পরে গোসল এবং দাফন কার্য করার অনুমতি প্রদান করি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।