রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী মাইশা মমতাজ মিমের নিহত হওয়ার ঘটনায় চট্টগ্রাম থেকে এক কাভার্ড ভ্যানের চালক ও সহকারীকে আটক করেছে পুলিশ।
জব্দ করা হয়েছে কাভার্ড ভ্যানটিও। শুক্রবার (১ এপ্রিল) চট্টগ্রাম থেকে তাদের আটক ও গাড়িটি জব্দ করা হয়। গতকাল শুক্রবার (১ এপ্রিল) রাতে এ তথ্য নিশ্চিত করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর গুলশান বিভাগের ক্যান্টনমেন্ট জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ইফতেখারুল ইসলাম জানান,
চালক সাইদুল ইসলাম ও সহকারী মসিউর রহমানকে চট্টগ্রাম থেকে আটক করে ঢাকায় নিয়ে আসা হচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে হালকা গাড়ির লাইসেন্স ব্যবহার করে ভারী যান চালাচ্ছিলেন সাইদুল ইসলাম। ঢাকায় এনে জিজ্ঞাসাবাদ করলে মিমের নিহত হওয়ার ঘটনা সম্পর্কে বিস্তারিত জানানো সম্ভব হবে বলেও তিনি জানান।
কলমকথা/ বিথী
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।