![](https://dailykolomkotha.com/wp-content/uploads/2022/04/f82a41db-efab-4b03-8a25-ac841c1a7717_nn.jpg)
সড়ক দুর্ঘটনায় তিন প্রবাসী বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু
সড়ক দুর্ঘটনায় তিন প্রবাসী বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু
পবিত্র রমজান মাসের শুরুতেই মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় তিন প্রবাসী বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার (৫ এপ্রিল) সৌদির খোবার শহরের আবু হাদরিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।
সৌদি আরবের মেসার্স ইয়ামামা কোম্পানিতে কর্মরত ওই তিন প্রবাসী হলেন, বাবুল মিয়ার ছেলে আশ্রাব আলী, আব্দুল হালিমের ছেলে রাজু মিয়া এবং নূর আলমের ছেলে নয়ন সর্দার। তাদের বিস্তারিত পরিচয় এখনও জানা যায়নি। সৌদি আরবের বাংলাদেশ দুতাবাসের লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট ফয়ছল আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ওই শ্রমিকরা হাইওয়ের পাশে ফার্মে কাজ করছিলেন। এ সময় বেপরোয়া গতির গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ওপরে উঠে যায়। ঘটনাস্থলেই তারা মারা যান। তাদের মরদেহ দ্রুত বাংলাদেশে পাঠানোর জন্য দূতাবাসের পক্ষ থেকে নিয়োগদাতা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে।
কলমকথা/ বিথী
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।