ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ ওসি কামাল হোসেন পরপর তিনবার থানার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন।
রবিবার ঠাকুরগাঁও পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে জেলা পুলিশের আয়োজনে ২০২৩ মাসিক অপরাধ ও আইন-শৃংখলা পর্যালোচনা সভায় সদর থানার ওসি কামাল হোসেনকে সম্মাননা স্মারক তুলে দেন পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ মোছাঃ লিজা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মিথুন সরকারসহ অন্যান্যরা।
জানা যায় সদর থানায় ওসি হিসেবে কামাল হোসেন যোগদানের পর থেকে আগের তুলনায় আইনশৃংখলা পরিস্থিতি উন্নতির পথে হাঁটতে শুরু করে। ওয়ারেন্টের আসামীদের গ্রেফতার, মাদক ব্যবসায়ীদের পর্যায়ক্রমে গ্রেফতারসহ নানা কাজে ভূমিকা রাখছেন তিনি।
এদিকে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন বলেন ঠাকুরগাঁও পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন স্যারের নির্দেশে মোতাবেক কাজ করছি বলেই সদর থানার তৃতীয় বারের মতো শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হওয়ার গৌরব অর্জন করেছি।
সেই সাথে কৃতজ্ঞতা প্রকাশ করছি অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অপস্ ও সদর সার্কেল এসপি স্যারকেউ যাদের দিকনির্দেশনে আমি সবসময় কাজ করে যাচ্ছি।
যাদের কথা না বললেই নয় আমার সহযোগী ও সহযোদ্ধা টীম সদর থানার সকল অফিসার ও ফোর্সদের।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।