প্রশিক্ষণকালীন অফিসার ক্যাডেটদের মাসিক বেতন ১০,০০০ টাকা এবং প্রশিক্ষণ শেষে পদবি অনুসারে আকর্ষণীয় বেতন ও ভাতা দেয়া হবে।

অফিসার ক্যাডেট পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ বিমান বাহিনী। আগ্রহী প্রার্থীকে ১৮ ফেব্রুয়ারি থেকে ৯ সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে।

শিক্ষাগত যোগ্যতা

জিডি (পি)

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অথবা সমমানের পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ৪.৫০ এবং পদার্থ ও গণিতে কমপক্ষে লেটার গ্রেড এ থাকতে হবে।

ও লেভেলে পদার্থ ও গণিতসহ কমপক্ষে ৫টি বিষয়ে লেটার গ্রেড বি এবং এ লেভেলে পদার্থ ও গণিতে কমপক্ষে লেটার গ্রেড বি থাকতে হবে।

ইঞ্জিনিয়ারিং

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক / সমমানের পরীক্ষায় বিজ্ঞান শাখায় চতুর্থ বিষয় ব্যতীত ন্যূনতম জিপিএ ৪.৫০ এবং পদার্থ, রসায়ন ও গণিতে ন্যূনতম লেটার গ্রেড এ থাকতে হবে।

ও লেভেলে পদার্থ, রসায়ন ও গণিতসহ কমপক্ষে ৫টি বিষয়ে ন্যূনতম লেটার গ্রেড বি এবং এ লেভেলে পদার্থ, রসায়ন ও গণিতে ন্যূনতম লেটার গ্রেড বি।

লজিস্টিক / এটিসি / এডিডব্লিউসি

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অথবা সমমানের পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ৪.৫০ এবং পদার্থ ও গণিতে কমপক্ষে লেটার গ্রেড এ থাকতে হবে।

ও লেভেলে পদার্থ ও গণিতসহ কমপক্ষে ৫টি বিষয়ে লেটার গ্রেড বি এবং এ লেভেলে পদার্থ ও গণিতে কমপক্ষে লেটার গ্রেড বি থাকতে হবে।

অ্যাডমিন

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অথবা সমমানের পরীক্ষায় যেকোনো শাখায় জিপিএ ৪.৫০ থাকতে হবে।

ও লেভেলে কমপক্ষে ৫টি বিষয়ে লেটার গ্রেড বি এবং এ লেভেলে ২টি বিষয়ে লেটার গ্রেড বি থাকতে হবে।

নাগরিকত্ব: বাংলাদেশি নারী ও পুরুষ নাগরিক

বৈবাহিক অবস্থা: অবিবাহিত

বয়স: ১৬ বছর ৬ মাস থেকে ২২ বছর (১ জানুয়ারি ২০২৩ তারিখে)

উচ্চতা: পুরুষ ৬৪ ইঞ্চি, নারী জিডিপি ৬৪ ইঞ্চি, অন্যান্য ৬২ ইঞ্চি

বুকের মাপ: পুরুষ ৩২ ইঞ্চি ও প্রসারণ ২ ইঞ্চি, নারী ২৮ ইঞ্চি ও প্রসারণ ২ ইঞ্চি

ওজন: বয়স ও উচ্চতা অনুযায়ী

চোখ: জিডিপি শাখার প্রার্থীদের দৃষ্টিশক্তি ৬/৬, অন্যদের বিধি অনুসারে

বাংলাদেশ মিলিটারি একাডেমিতে ১০ সপ্তাহসহ বাংলাদেশ বিমান বাহিনী একাডেমিতে ৩ বছর মেয়াদি প্রশিক্ষণ শেষে ফ্লাইং অফিসার পদবিতে নিয়মিত কমিশন পাবেন। কমিশন প্রাপ্তির পরবর্তী ১ বছরসহ মোট ৪ বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রি দেয়া হবে।

প্রশিক্ষণকালীন অফিসার ক্যাডেটদের মাসিক বেতন ১০,০০০ টাকা এবং প্রশিক্ষণ শেষে পদবি অনুসারে আকর্ষণীয় বেতন ও ভাতা দেয়া হবে।

আবেদনের নিয়ম

অনলাইন পদ্ধতিতে সরাসরি এই ওয়েবসাইটে গিয়ে ‘অ্যাপ্লাই নাউ’ এ ক্লিক করে পরবর্তী নির্দেশনা অনুযায়ী রেজিস্ট্রেশন করে ফি বাবদ ১০০০ টাকা পরিশোধ করতে হবে।

ফি পরিশোধ করা হলে রেজিস্ট্রীকৃত মোবাইল নম্বরে ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রেরণ করা হবে। এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করে অনলাইনে আবেদনপত্র পূরণ ও প্রিন্ট করতে হবে।