মুজিব বর্ষের আহবান, দক্ষ হয়ে বিদেশ যান’ প্রতিপাদ্যে লালমনিরহাট এ নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(১৪জুন) সকাল ১০টা সময় লালমনিরহাট সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) হলরুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
লালমনিরহাট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌ. মোঃ দেলোয়ার উদ্দিন আহমেদ এঁর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ আবু জাফর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ কামরুজ্জামান সুজন, লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) জনাব মাহমুদা মাসুম, লালমনিরহাট প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপক মোঃ মাহফুজার রহমান।
আরো উপস্থিত ছিলেন, লালমনিরহাট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র সিনিয়র ইন্সট্রাক্টর শ্রী যজ্ঞেশ্বর বর্মণ সহ সকল ইন্সট্রাক্টর গণ।
কর্মশালায় কারিগরি শিক্ষার ওপর জোর দেন বক্তারা। তারা বলেন, দেশের প্রতিটি জেলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে রয়েছে।
অর্থনৈতিক ও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে এসব কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জনের পর বিদেশে যাওয়ার পরামর্শ দেন বক্তারা। উল্লেখ্য যে, প্রতিটি উপজেলায় এক হাজার করে দক্ষ ও প্রশিক্ষণ প্রাপ্ত শ্রমিকদের বিদেশে প্রেরণ করা হবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।