হৃদয়ে বঙ্গবন্ধু চেতনায় নজরুল শিরোনামে আগামী বুধবার ৬ সেপ্টেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে প্রতিধ্বনি ঢাকায় আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ।

“বাংলাদেশের মাটি স্পর্শ করেই বঙ্গবন্ধুর বাংলাদেশ এ এক অন্যরকম শিহরন এবং অনুভূতিময়” সঙ্গীত শিল্পী তাপসী ধর আনন্দের সাথে জানান । সঙ্গীত শিল্পী তাপসী ধরের সাথে আলোচনা করে জানাযায় “প্রতিধ্বনি” র সাধারণ সম্পাদক শিমুল পারভীনের নিমন্ত্রণে এই প্রথম বাংলাদেশে এসেছেন। সাধারণ সম্পাদক শিমুল পারভীনের সাক্ষরিত একটি দাওয়াত পত্র থেকে জানা যায় “হৃদয়ে বঙ্গবন্ধু চেতনায় নজরুল অনুষ্ঠানে” প্রাধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আ, ক, ম মোজাম্মেল হক এমপি। এমন আয়োজন আমাদের দুই দেশের শিল্প – সাহিত্য – সাংস্কৃতিক অঙ্গন আলোকিত হবে বলে মনে করেন ওপার বাংলার অতিথিরা। এক মাটি থেকে আর এক মাটি।কবির ভালোবাসার জায়গা বনানী সবুজের দেশে । বঙ্গবন্ধু ও কবি মনে মনে ছবি এঁকে চলেছি ছবি । বঙ্গবন্ধুর বাংলাদেশ ও কবির অবাধে বিচরন তর সহেনা স্পর্শ না করা পর্যন্ত অভিমত ব্যাক্ত্য করতে গিয়ে সোনালী কাজী বললেন। তিনি আরো জানান ৫ তারিখ কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদন একসাথে থাকবে কবি আসলাম সানি ভাই শিল্পী শিমুল পারভিন শিল্পী সাহাদাত নিপু ‌সহ আরো অনেকে। আপনাদের ও সাথে নিয়ে আমাদের প্রানের কবির সাথে ‌কিছুটা সময় কাটাবো বলে জানান। আসুন সবাই । অবশেষে চিৎকার করে বললেন জয় বাংলা ,জয় বঙ্গবন্ধু জয় নজরুল।