![](https://dailykolomkotha.com/wp-content/uploads/2021/11/mim-i.jpg)
পরিবর্তন পরিবর্তন করুন সমাজ! দৃষ্টিভঙি বদলান জীবন পাল্টে যাবে!! দয়া করে কেউ এরিয়ে যাবেন না একটু সময় করে পরে নিবেন, সেচ্ছাসেবী সংগঠন এ অসহায় মানুষ এর জন্য কাজ করি বলে আমি খারাপ এমন নয়!
মেয়েদের কি কোনো অধিকার নেই, একটা ছেলে পারলে কেন মেয়েরা পারবে না! , কথায় বলে নারী পুরুষ সমান অধিকার,, কিন্তু সব হ্মেএে এমন টা কেন??
একটা মেয়ে ফেজবুক ব্যবহার করে তার মানে এই নয় মেয়েটা খারাপ! একটা মেয়ে ফেজবুকে ছবি আপলোড করে তার মানে এই নয় মেয়েটা খারাপ। একটা মেয়ে অসহায় মানুষ এর রক্ত নিয়া এক দিক ছুটে যায় তার মানে এই নয় মেয়েটা খারাপ পথে যায়।
একটা মেয়ে সারাদিন ফেজবুকে থেকে রাতের পর রাত রক্ত খোঁজা খুজি করে তার মানে এই নয় মেয়েটা পেম করে অথবা ছেলেদের সাথে কথা বলে। একটা মেয়ের ছেলে ফেন্ড থাকতেই পারে তার মানে এই নয় যে মেয়েটার চরিএ খারাপ।
একটা মেয়ে সবার সাথে মিশতে পারে তার মানে এই নয় যে মেয়েটার আত্মাসম্মান নেই। শুধু এতটুকু ই বলবো ভালোকাজ করলে বাধা আসবেই , তাই বলে থেমে গেলে চলবে না।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।