পৃথিবীতে যতদিন আছি জীবন নামক বস্তুটা ততদিন থাকবে, জীবনটা বড় অদ্ভুত, খুব অল্প সময় পৃথিবীতে থাকবে । সব কিছু ছেড়ে চলে যেতে হবে । পৃথিবীর মায়া, মমতা, সব ত্যাগ করতে হবে ।
তবুও এই পৃথিবীর মায়া ছাড়তে পারি না । মৃত্যুর আগ পর্যন্ত কি করব? কিভাবে কাটাবো? এই চিন্তা সব সময় করি । কিন্তু মৃত্যুর পর কি হবে সেই চিন্তা কখনো কি করি বা ভাবি? পৃথিবীর মৃত্যুই শেষ, আর পরকালে মৃত্যু নামক কোন বস্তু থাকবে না। তাহলে পরকালে কিভাবে থাকবো? কোথায় থাকবো? পরকালের কি শেষ নেই? এসব হাজারো প্রশ্ন আছে। যেগুলো আমরা ভাবি না ।
আর পৃথিবীতে কে আমাকে পাঠিয়েছেন? কি জন্য পাঠিয়েছেন? সেটা কি খোঁজ করার দরকার ছিল না? সেটা ও কি কখনো খোঁজ করেছি? নিজেকে প্রশ্ন করুন, নিজেকে নিয়ে ভাবুন? কে আমাকে সৃষ্টি করলো?
কি জন্য সৃষ্টি করলো? আর আমি কি করছি? কে আমাকে সৃষ্টি করলো? কি জন্য আমাকে সৃষ্টি করলো? কেন সৃষ্টি করলো? আমি কি করছি? আমার কি করা উচিত? পৃথিবীতে এসে আবার কেন মৃত্যু বরণ করতে হবে? এসবের পিছনে কে? কার হাতে এসব হচ্ছে? সকল প্রশ্নের উত্তর একটাই, তিনি সব করছেন–মহান মালিক এই আসমান, জমিন এবং এই দুইয়ের মাঝে সমস্ত কিছুর সৃষ্টিকর্তা “আল্লাহ” ।
তবে মানুষকে কেন সৃষ্টি করে পৃথিবীতে পাঠালেন? কি জন্য পাঠালেন? এই দুটির উত্তর হবে- মানুষকে একমাত্র তার হুকুম, আদেশ নিষেধ, মানার জন্য মানুষকে সৃষ্টি করে পৃথিবীতে পাঠিয়েছেন। কিন্তু আমরা সেই বিষয়ে কতটুকু অবগত। আর আমরা কি করছি?
এই কপাল শুধুমাত্র তার কাছেই,তার পায়েই অবনত করতে হবে। আর আমরা কোথায় অবনত করছি? আমাকে কে সৃষ্টি করলো, আর আমি কার কথা মানছি? কোন মালিক যদি তার কর্মচারীকে বলে যে, তোমাকে এই এই কাজ করতে হবে, সে কর্মচারী যদি তার হুকুম, আদেশ না মানে তাহলে কি মালিক তাকে প্রতিদান দিবে? না কখনো দিবে না ।
তাহলে আমাকে আপনাকে যে সৃষ্টি করলো তাহলে তার কথা কেন মানছি না? আর যে আমাকে ছোট্ট শিশু থেকে বৃদ্ধ বয়স পর্যন্ত পরিচালনা করলো। তার কথা কিভাবে না মানি? যে আমাকে সৃষ্টি করলো সে আমাকে মৃত্যু দিবে, তাহলে সে কি আবার আমাকে মৃত্যুর পর আবার পূনরায় সৃষ্টি করতে পারবে না? তাহলে সেদিন তার সামনে কি জবাব দিবে ?
যখন সে প্রশ্ন করবে যে, আমি তোমাকে সৃষ্টি করে পৃথিবীতে পাঠালাম তুমি কি আমার কথা মানতে? জন্মের পূর্বে থেকে মৃত্যু পর্যন্ত তোমাকে লালন পালন করলাম তুমি কি জানো না? তুমি তো কিছুই করতে পারতে না, শুনতে, বলতে, খাইতে, বুঝতে কিছুই করতে পারতে না । তোমাকে কে এসব দিয়ে বড় করেছে? আর তুমি তার কথাই মানতে পারো নাই? সে দিন মালিকের সামনে দাঁড়িয়ে কিভাবে তার প্রশ্নের উত্তর দিবে? নিজেকে নিয়ে ভাবুন ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।