অভিনব কৌশলে পাচারকালে পটিয়া থানা পুলিশের অভিযানে ১,৪৫২ পিস ইয়াবাসহ গ্রেফতার ০১ জন।
সুমনসেন চট্টগ্রাম জেলা প্রতিনিধি-
পটিয়া থানার এসআই হিরু বিকাশ দে সঙ্গীয় অফিসার-ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে পটিয়া থানাধীন খরনা রাস্তার মাথা এলাকায় অভিযান চালিয়ে আসামী জাকির হোসেন (২০), পিতা- মোঃ আবুল হোসেন, মাতা- আলিমা খাতুন, সাং-কুতুপালং, থানা- উখিয়া, জেলা- কক্সবাজারকে গ্রেফতার করে। ব্যাপক জিজ্ঞাসাবাদে জানায়, বিশেষ কৌশলে সে পাকস্থলিতে ইয়াবা বহন করছে। পরবর্তীতে পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তারের সহযোগিতায় কালো স্কচটেপে বিশেষ কায়দায় মোড়ানো ৩০ টি পুটলি পায়ুপথ দিয়ে বের করে মোট ১,৪৫২ (এক হাজার চারশত বায়ান্ন) পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সংক্রান্তে পটিয়া থানায় নিয়মিত মামলা রুজু পূর্বক গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।