আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম: জামালপুর জেলার ইসলামপুরে ছিনতাই চক্রের তিন মহিলা সদস্যকে শেরপুর জেলার শ্রীবরদীতে ছিনতাই করার সময় আটক করেছে পুলিশ। শনিবার ৪ সেপ্টেম্বর ২০২১ দুপুরে উপজেলার উত্তর শ্রীবরদী এলাকার থেকে এলাকাবাসী আটক করে ওই তিন ছিনতাইকারী সদস্যদের পুলিশে সোর্পদ করেন।
সূত্রে জানা গেছে ছিনতাইকারী মহিলারা হলো জামালপুর জেলার ইসলামপুর উপজেলার হারগিলা তাত্তাপাড়া গ্রামের নজরুল ইসলামের স্ত্রী কল্পনা (১৮), রাসেল মিয়ার স্ত্রী নিপা (২২) ও একই গ্রামের বিপুল মিয়ার স্ত্রী মইচমতি (২২)।
সূত্রে আরও জানা যায়, শ্রীবরদী উপজেলার সিংগাবরুনা ইউনিয়নের নবীনপুর গ্রামের রাসেল মিয়ার স্ত্রী শান্তি (১৮) ও ছিনতাইকারী সদস্যরা একই অটোরিক্সা দিয়ে বকশীগঞ্জ যাচ্ছিল। এ সময় ছিনতাইকারী চক্রের মহিলা সদস্যরা কৌশলে শান্তির ভ্যানেটি ব্যাগের চেইন খুলে টাকা হাতিয়ে নেয়। পরে পথের মাঝে উত্তর শ্রীবরদী এলাকায় ওই তিন মহিলা নেমে গেলে শান্তির সন্দেহ হয়। শান্তি ভ্যানেটি ব্যাগের চেইন খোলা দেখে চিৎকার দিলে ছিনতাইকারী চক্রের সদস্যরা দৌড় দেয়। পরে এলাকাবাসী তাদেরকে আটক করে পুলিশকে সংবাদ দেয়।
এ ব্যাপারে শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আবুল হাসিম গণমাধ্যমেকে বলেন, এ ঘটনায় শ্রীবরদী থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।