সাতক্ষীরা প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলার চাম্পাফুল ইউনিয়নের কুমারখালী কালি মন্দির মাঠে প্রায় এক মাস ধরে চলছে লক্ষ্য লক্ষ্য টাকার জুয়ার আসর। একাধিকবার ট্রিপল নাইনে ফোন করেও পাওয়া যায়নি কোন প্রতিকার। স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, কালীগঞ্জ ইউপি নির্বাচন শেষ হতে না হতেই উপজেলার চাম্পাফুল ইউনিয়নের কুমারখালী কালি মন্দিরে মাঠে চলছে লক্ষ্য লক্ষ্য টাকার রমরমা জুয়ার আসর।

স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করে প্রতিনিয়ত রাত ৮ টার পর থেকে ভোর রাত পর্যন্ত এই খেলা চালিয়ে যাচ্ছে। উঠতি বয়সের যুবকরা ভোর রাত পর্যন্ত ভিড় জমাচ্ছে জুয়ার আসরে। সরজমিন গিয়ে দেখা গেছে, ছয় গুটি দিয়ে মানুষ ঠকানো প্রকাশ্য জুয়ার আসর। এ ঘটনায় এলাকার। অভিভাবক মহলসহ সাধারণ মানুষের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। এ নিয়ে মানুষ ক্রমশ ক্ষুব্ধ হয়ে উঠেছে। এলাকার যুবসমাজ এই জুয়ার ফাঁদে পড়ে নিঃস্ব হচ্ছে। সেখানে বসানো হয়েছে ১টি বড় ধরনের জুয়ার বোর্ড। যেখানে প্রতিদিন লক্ষ্য লক্ষ্য টাকার জুয়া খেলা হয়। আর এই জুয়ার আসরে ভিড় করছে উঠতি বয়সের স্কুল-কলেজগামী তরুণরা। অভিভাবক মহল চরম ক্ষোভের সুরে জানান, উঠতি বয়সী কলেজ পড়ুয়া শিক্ষার্থী আর গ্রাম্য যুবকের আড্ডায় জমে ওঠা সারারাত ব্যাপী শুধুই রমরমা জুয়ার আসর। খেলার দস্তিদার হিসেবে আছেন উজিরপুর গ্রামের রুহুল আমিন। নেতৃত্ব দিচ্ছেন রশিদ, খোকা, জহুরুল, চাম্পাফুল গ্রামের আজিত। কমিটির দায়িত্ব পালন করছে কুমারখালী গ্রামের অমল সরকার ও পরিমল সরকার। জুয়াড়িদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকার সচেতন মহল।

কলমকথা/রোজ