শায়েক আহমদ,স্টাফ রিপোর্টার: কমলগঞ্জ উপজেলার ৩নং মুন্সিবাজার ইউনিয়নের বনবিষ্ণুপুর গ্রামের মৌলা মিয়ার গরু গতকাল রাতে চুরি হয়।

পরবর্তীতে ৩নং মুন্সিবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাহিদ আহমেদ তরফদারকে অবগত করলে মুন্সিবাজার পেট্রোল পাম্প এর সিসি ফুটেজ দেখে চোরকে সনাক্ত করা হয়।

পরবর্তীতে চোরকে আটক করে কমলগঞ্জ থানা পুলিশের কাছে হন্তান্তর করা হয়।

চোরের নাম ১.রিমন মিয়া,সাং বনবিষ্ণুপুর। ২.খাজা মিয়া, সাং জগনশালা চৈত্রঘাট।

মুন্সিবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাহিদ আহমেদ তরফদার জানান,আসন্ন কোরবানির ঈদ সামনে তাই সবাই সতর্ক থাকবেন এবং প্রয়োজনে তথ্য দিয়ে আমদেরকে সহযোগিতা করুন।