জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের মেলান্দহে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে কৃষক জাহাঙ্গীর আলম (৪২) খুন হয়ছে । ঘটনাটি ঘটেছে ২৬ জুলাই সোমবার সন্ধায় সময় নয়ানগর ইউনিয়নের পূর্ব দাগি গ্রামে ।
নিহত জাহাঙ্গীর আলহাজ গাজীউর রহমানের ছেলে । জানা গেছে, নবীন মোল্লার ছেলে রফিকুল ইসলাম (৪২) গং এবং গাজীউর রহমানের ছেলে জাহাঙ্গীর আলম গংদের মধ্যে দীর্ঘ দিন যাবৎ জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এ নিয়ে পাল্টা পাল্টি আক্রমন উভয় পক্ষর ৪/৫ জন পঙ্গুত্ব সহ জাহাঙ্গীরের বড় ভাই খুরশেদ আলম হার্ট এ্যাটাক মারা যান। ইতিমধ্যেই এই বিরোধের মূলহাতা আঃ আজিজর কারসাজি এবং জমি সংক্রান্ত একটি ছলেনামা রফিকুল গংদের পক্ষ প্রদানক ঘিরে ঘটনাটি ভিন দিক মোড় নেয়।
অবশেষে পরিস্থিতি নিয়ন্রণের বাহিরে চলে যায়। মসজিদের নামাজের জন্য যাতায়াতর পথও পাল্টাপাল্টি আক্রমন চলতে থাকে। এ নিয়ে মামলাও চলছিল। একপর্যায় ঘটনার দিন জাহাঙ্গীর আলম ধানের বীজ তলায় কৃষি কাজ করতে ছিল।
এ সুযোগে উৎপেতে থাকা রফিকুলের পক্ষের লোকজন জাহাঙ্গীর আলমের উপর আক্রমন চালায়। গুরুতর আহত অবস্থায় স্বজনরা জাহাঙ্গীরকে জামালপুর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত ডা. হাসানুল বারী মৃত ঘোষণা করেন।
মেলান্দহ থানার অফিসার ইনচার্জ মায়নুল ইসলাম জানান-রফিকুল ইসলাম (৪২), নজরুল ইসলাম (৩৫), শাহজাহান (৩২), ইব্রাহিম (৩৩), আবু সাইদ (১৮) এবং মহিলা সহ মোট ৭জনকে গ্রেপ্তার করা হয়েছে। ওদিকে এই হত্যাকান্ডর জোর ধরে রাতের অন্ধকার দুর্বত্তরা আসামী পক্ষর বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান লুটতরাজ করে। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।