জয়পুরহাটের কালাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার বানদির্ঘী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় বিপুল পরিমাণ ইয়াবা, গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলো— জেলার কালাই উপজেলার বানদিঘী গ্রামের ছফির উদ্দিনের ছেলে মাহবুব মন্ডল (৪২), কালাই থানা পাড়া গ্রামের মৃত আজিজুর রহমানের ছেলে বজলার রহমান বুলেট (৪৩) ও গাইবান্ধার গোবন্দিগঞ্জের আয়ভাঙ্গি গ্রামের হামিদের ছেলে সাদ্দাম হোসেনেরে ছেলে। ওসি সেলিম মালিক জানান, আটকৃতরা দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন এলাকায় ডাকাতি এবং মাদক ব্যবসা করে আসছিল।
বুধবার বানদিঘী এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন তারা এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৪৪০ পিস ইয়াবা, দুই রাউন্ড গুলি, হাতুড়ি, ছুরি ও কাঠের লাঠি জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে জেলার বিভন্ন থানায় হত্যা, অস্ত্র, ছিনতাই, ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।