ঠাকুরগাঁওয়ের শিক্ষকের বাসায় দুর্ধর্ষ চুরি
ঠাকুরগাঁওয়ে পৌরসভার অন্তর্গত বশির পাড়ায় নিবাসী মোঃ রবিউল হাসান, ঠাকুরগাঁও সরকারি কলেজ এর শিক্ষক,পিতা(মোঃ আকবর আলীর)বাসায় আনুমানিক রাত ২ টা ৩০ থেকে ৪টা৩০ এ মধ্যে এই চুরির ঘটনা ঘটেন।
চুরি যাওয়ার মধ্যে ছিল নগদ এক লক্ষ ৬২ হাজার ৩০০ টাকা, ল্যাপটপ ,মোবাইল, ম্যাজিক চুলা।
রবিউল ইসলাম আরও জানান, তারা রাত আনুমানিক ১টার দিকে ঘুমাতে যান। তাদের পাশের রুমে তার ভাগিনারা ঘুমিয়ে ছিলেন তাদেরকে চেতনা নাশক স্প্রে দিয়ে অজ্ঞান করে তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করেন,আমার ভাগিনা গুলো এখনো ঘুমাচ্ছেন।
এ বিষয়ে ঠাকুরগাঁও থানায় জিডি করা হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।