![](https://dailykolomkotha.com/wp-content/uploads/2022/03/received_4480149508756455.jpeg)
ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় নিরব বর্মন ১১ নামের একজন চতুর্থ শ্রেণীর শিশুর নিহত হয়েছে। রোববার দুপুরে সদর উপজেলার ৩ নং আকচা ইউনিয়নের রুহিয়া রোড ভবানী দেবী বাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
মৃত নিরব বর্মন আকচা ইউনিয়নের তাতিপাড়া গ্রামের নর্তম বর্মনের ছেলে। স্থানীয়রা জানান গাড়িটির গতি অনেক ছিল দুপুরে দিকে নিরব বাইসাইকেলে রাস্তা পার যাচ্ছিলেন।
এ সময়ে পেছন দিক থেকে আসা একটি কাঠ বোঝাই করা পাওয়ার টিলার তাকে চাপা দেয়।
সেখান থেকেই স্থানীয়রা তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায় এরপর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
সেখানকার স্থানীয় জনতা ক্ষিপ্ত হয়ে কাঠ বোঝাই করা গাড়িটিতে আগুন ধরিয়ে দেয় পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ছাত্র নিরবের মৃত্যুতে তার এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এই বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ওসি (তদন্ত) আতিকুর রহমান দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান কাঠ বোঝাই করা পাওয়ার টিলার টি আটক করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়েছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।