ঠাকুরগাঁও সদর উপজেলার ভূল্লী থানাস্থ এলাকায় একটি ঔষধের দোকানে সংঘটিত হয়েছে চুরির ঘটনা। দোকানের শার্টারের তালা ভেঙ্গে অজ্ঞাত চোরের দল চুরি করে নিয়ে গেছে চার লক্ষাধিক টাকা মূল্যামানের ঔষধ।

 

ঘটনাটি ঘটেছে দেবীপুর ইউনিয়নের ১১ মাইল বাজারের মাসুদ ফার্মেসী নামক একটি ঔষধের দোকানে। এ ঘটনায় বুধবার (২২ ফেব্রুয়ারী) ক্ষতিগ্রস্থ দোকান মালিক রফিকুল ইসলাম (৬৫) বাদী হয়ে ভূল্লী থানায় মামলা দায়ের করেন।

 

মামলায় উল্লেখ্য করা হয় মঙ্গলবার (২১ ফেব্রুয়ারী) রাত পৌনে বারোটার দিকে মামলার বাদী দোকান মালিক তার ঔষধের দোকান তালাবদ্ধ করে বাসায় চলে যায়। বুধবার (২২ ফেব্রুয়ারী) সকাল ৮ টার দিকে সে এসে দেখতে পায় তার দোকানের শার্টারের তালা ভেঙ্গে অজ্ঞাত চোরের দল চুরি করে নিয়ে গেছে দোকানে রাখা চার লক্ষাধিক টাকা মূল্য মানের নানা ঔষধ।

 

এ বিষয়ে ভূল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম আতিকুর রহমান জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। খুব শিগগিরই চোর সনাক্ত করে চুরি করে নিয়ে যাওয়া ঔষধ উদ্ধার ও চোর চক্রকে আটক করা হবে।