![](https://dailykolomkotha.com/wp-content/uploads/2022/01/ছুরিকাঘাত.jpg)
নীলফামারী জেলার ডিমলা উপজেলার ২নং বালাপাড়া ইউনিয়নের দক্ষিন সুন্দর খাতা গ্রামের ৯নং ওয়ার্ডের মোজাফ্ফর রহমান বড় ছেলে ও ডিমলা উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আব্দুর রশিদ লেবুর বড় ভাই বুলেট রহমান (৩২) গত ০৮ জানুয়ারী রাত পৌনে বারটায় ডিমলা বাবুরহাট বিজয় চত্তরের নিজ দোকান হইতে বাড়ি যাওয়ার পথে সিংপাড়া ভাঙ্গাপুলে উপরে দুবৃত্তের ছুরিকাঘাতে আহত করেন।
পথচারীরা রক্তাক্ত ও অচেতন অবস্থায় বুলেটকে উদ্ধার করে তাৎক্ষনিক ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেয়। আহত ব্যক্তির অবস্থা আশংখাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
![](https://dailykolomkotha.com/wp-content/uploads/2022/01/utfy-256x300.jpg)
জানা যায় আহত ব্যক্তি ৯ জানুয়ারী সকাল সাড়ে ১১ টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত বরন করেন।
পারিবারিক সুত্রে জানা যায় বুলেট ডিমলা বাবুরহাট বিজয় চত্তরের মুদির দোকান ও বিকাশ এজেন্ট ব্যবসায়ী । দোকান বন্ধ করে প্রতিদিনের ন্যায় গভীর রাতে বাড়ী যাওয়ার পথে দুবৃর্ত্তরা বুলেটকে গুরুতর জখম করে বিকাশ ব্যবসার টাকার ব্যাগটি ছিনিয়ে নেয়। ঘটনার সংবাদ পেয়ে ডিমলা থানার অফিসার ইনচার্জ মোঃ সিরাজুল ইসলামের নেতৃত্বে ডিমলা থানার পুলিশ প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।