অয়ন সরকার, ডুমুরিয়া প্রতিনিধি: তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ডুমুরিয়ার মাগুরাঘোনায় প্রতিপক্ষের হামলায় নজরুল ইসলাম (৫০) নামের একজন নিহত হয়েছে। সে ডুমুরিয়া উপজেলার মাগুরাঘোনা ইউনিয়নের হোগলাডাঙ্গা গ্রামের মৃত মাহাতাব শেখের ছেলে।
গত মঙ্গলবার (০৩ আগষ্ট) বিকেল সাড়ে ৫টার দিকে গাছের ডাল কাটাকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যাক্ষদর্শী সুত্রে জানাযায়, উপজেলার হোগলাডাঙ্গা গ্রামের আশরাফ শেখের ছেলে রিপন শেখ (২৫) ইমন শেখ (২২) ও মানুন শেখ (১৮) তারা একটি শিরিশ গাছের ডাল কাটাকে কেন্দ্র করে তাদের হাতে থাকা লোহার রড বাশের লাঠি দেশিয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে নজরুল ও তার মেয়ে মুক্তা খাতুন (১৭) উপর আর্তকিত ভাবে হামলা চালিয়ে বেদম মারপিট করে।
এতে নজরুল রক্তাক্ত জখম হয়ে গুরতর আহত হন। খবর পেয়ে স্থানীয় লোকজন ও মাগুরাঘোনা ফাঁড়ির পুলিশ আহতদেরকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮ দিকে নজরুলের মৃত্যু হয়।
খবর পেয়ে খুলনা জেলা পুলিশের সহকারি সার্কেল বি এসএম রাজু আহম্মেদ, ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমানসহ পুলিশের উধর্ধতন কর্তৃপক্ষ রাতে ঘটনাস্থল পরিদর্শন করেন। সর্বশেষ মুক্তা খাতুন (১৭) আহতাবস্থায় খুমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে তার পারিবারিক সূত্র জানিয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।