অয়ন সরকার | ডুমুরিয়া: ডুমুরিয়া উপজেলা সাহস ইউনিয়নের নোয়াকাটী ফুটবল মাঠের পাশে ৪টি দোকান আছে। ৩টি মুদি দোকান ১টি সাইকেলে গ্যারেজ দোকান।

৩টি মুদি দোকানের মধ্যে ১টি দোকান পলাশ ষ্টোর দোকানের টিনের বেড়া কেটে ভিতরে ঢুকে নগদ ৫০০-৬০০টাকা পয়সা নিয়ে গেছে চোরেরা, কিছু খাবার খাদ্য পন্য নিয়ে যায়। যা হলো: ফুটিকা জুজ, স্পীড, ফিজাপ, চিনি, সিগারেট, চিপস, পান মসলা, বেকারীর পন্য, ডাল, তেল। যার বাজার মূল্য হবে আনুমানিক হবে ৪,০০০ থেকে ৪,৫০০টাকা।

২১শে জুলাই (বুধবার) আনুমানিক মধ্যে রাতে চোরেরা সংগঠিত হয়ে পরিকল্পিতভাবে ওই চুরির ঘটনা ঘটিয়েছে বলে চুরি হওয়া দোকান মালিক।

দোকানদার তিনি জানান, ২১শে জুলাই হলো ঈদ। আমরা যারা মুদি দোকানদার আছি আমরা ঈদের আগের দিন পর্যন্ত বেচা-কেনা করে থাকি। আমি প্রতিদিন আমার দোকানের মালামাল দোকান থেকে বাড়িতে নিয়ে থাকি, কিন্তু আমার বাবা অসুস্থ থাকায় আমি দোকানের মালামাল নিতে পারি নাই। দোকানদার মঙ্গলবার দোকানে বেচা-বিক্রি সেরে রাত ১০টার দিকে বাসায় যান।

পরদিন বুধবার সকালে দোকানের ভিতরে ডুকে কিছু মালসামাল এলোমেলো দেখে দোকানে চুরির বিষয় বুঝতে পারেন। তিনি (পলাশ চক্রবর্তী) আরো জানান, বিষয়টি পাশের দোকানদারদেরকেও তিনিই জানান।