তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পৌর ছাত্রদলের আহবায়ককে মারপিট হাসপাতালে ভর্তি:-
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঠাকুরগাঁওয়ে পৌর ছাত্রদলের আহবায়ক রিপন ইসলামকে মারপিট করেছে দুর্বৃত্তরা।
আজ শুক্রবার দুপুরে জেলা শহরের বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
জেলা ছাত্রদলের সভাপতি মো: কায়েস অভিযোগ করে বলেন আজ দুপুরে বাস র্টামিনাল জামে মসজিদে জুম্মার নামাজ আদায় জায় রিপন। এসময় সামনের কাতারে বসাকে কেন্দ্র করে কয়েজনের সাথে কথা কাটাকাটি হয়।
পরে নামাজ শেষে মালিক সমিতির পেছনে রিপন অবস্থান করার সময় দলবদ্ধভাবে কয়েকজন চিহ্নিত যুবক ধারালো অস্ত্র ও লাঠিসোটা দিয়ে তার উপর হামলা চালায়। স্থানীয়রা এগিয়ে আসলে মারপিট করে পালিয়ে যায় তারা। তাৎক্ষনিক রিপনকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা।
এ ঘটনায় জেলা ছাত্রদলের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলাকারিদেন দৃস্টান্ত মুলক শাস্তির দাবি করেন জেলা ছাত্র দলের সভাপতি কায়েস।
এ বিষয়ে সদর থানার ওসি তানভিরুল ইসলাম জানান, এ ঘটনায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থ্য নেয়া হবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।