

রাজধানীর তেজগাঁও ও শাহবাগ এলাকায় অভিযান চালিয়ে ১৩ হাজার ৮০০ পিস ইয়াবাসহ ছয় মাদক চোরাকারবারিকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার (১৩ আগস্ট) ভোরে তেজগাঁও থানার কারওয়ানবাজার এলাকায় অভিযান চালিয়ে ৫ হাজার ৮০০ পিস ইয়াবাসহ রনি ভূঁইয়া নামে একজনকে আটক করে ডিবি লালবাগ বিভাগ। ডিবি লালবাগ বিভাগের সহকারী কমিশনার (এসি) মধুসূদন দাস জানান, আটক রনি কক্সবাজারের সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকার বিভিন্ন এলাকায় বিক্রয় করতেন। তার বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলা দায়ের করা হয়েছে। এদিকে বৃহস্পতিবার (১২ আগস্ট) দিনগত রাতে শাহবাগ এলাকায় অভিযান চালিয়ে ৮ হাজার পিস ইয়াবা ও ইয়াবা পরিবহনে ব্যবহৃত পিকআপসহ পাঁচজনকে আটক করে ডিবি রমনা বিভাগ। আটকরা হলেন- আনোয়ার হোসেন আপেল, মো. দানু, তৈয়বুর রহমান মামুন, জিয়াউর রহমান ও রুমি।
ডিবি রমনা বিভাগের সহকারী কমিশনার (এসি) জাবেদ ইকবাল জানান, আটকরা কক্সবাজার থেকে ইয়াবা এনে ঢাকার সাভারসহ দেশের বিভিন্ন স্থানে ইয়াবা ব্যবসায়ীদের কাছে বিক্রয় করতেন। তাদের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা দায়ের করা হয়েছে।

ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।