কক্সবাজারের উখিয়া রাজাপালং নৌকার মাঠ ৭ নং ক্যাম্প থেকে ১টি দেশীয় অস্ত্র ও কার্তুজসহ কথিত আরসা সংগঠনের সাবেক জিম্মাদারকে আটক করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
বৃহস্পতিবার (৭ এপ্রিল) রাত সাড়ে ১০টায় বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ এপিবিএনের অধিনায়ক পুলিশ সুপার নাইমুল হক।
আটক সৈয়দ আলম (৪৭) ৭নং ক্যাম্প, ব্লক এ/২ এর বাসিন্দা মৃত কাদের হোসেনের ছেলে।
এসপি নাইমুল হক জানান, বৃহস্পতিবার ভোরে উখিয়া রাজাপালং ইউনিয়নের রোহিঙ্গা ক্যাম্প-৭ এর ব্লক- এ/২ এর সৈয়দ আলমের বসত ঘরে অভিযান চালিয়ে অস্ত্রসহ তাকে আটক করা হয়। এসময় তল্লাশি করে ১টি দেশীয় শটগান ও ২ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
তিনি জানান, আটক ব্যক্তি কথিত আরসা সংগঠনের সাবেক জিম্মাদার। দীর্ঘদিন সে একটি এনজিও সংস্থার ওয়াটার পাম্প কেয়ারটেকার হিসেবে মৌলিকভাবে নিয়োজিত থেকে কথিত আরসা সংগঠনের জিম্মাদারের দায়িত্ব পালনসহ সাংগঠনিক অপকর্ম চালিয়ে যাচ্ছিল। উখিয়া থানার তার বিরুদ্ধে মামলাও রয়েছে।
তাকে জব্দকৃত আলামতসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানার পাঠানো হয়েছে বলে জানান এপিবিএনের এই কর্মকর্তা।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।